জয়পুরহাটে একই দিনে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে আওয়ামী লীগ ও রেলগেট সংলগ্ন দলীয় অফিসের সামনে সমাবেশ করে বিএনপি।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 12:07 PM
Updated : 27 May 2023, 12:07 PM

জয়পুরহাটে একইদিন সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। 

শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে আওয়ামী লীগ ও রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। 

এর মধ্যে আওয়ামী লীগ সমাবেশ করেছে আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং বিএনপির মিছিল ও সমাবেশ ছিল খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবিতে। 

সমাবেশস্থল দুটির দূরত্ব বেশ কম হওয়ার পরেও কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী। 

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে শন্তি সমাবেশের বদলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। 

প্রায় একই সময়ে ১০ দফা দাবিতে বিএনপির নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল শহরের চিনিকল সড়ক থেকে শুরু হলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। 

পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। 

ফয়সল আলীম বলেন, “সবক্ষেত্রে ব্যর্থ এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হবে।”