পুলিশ সুপার বলেন, “বেতন বাড়ানোর দাবিতে মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। আমরা বুঝিয়ে তাদের সরিয়ে দিয়েছি।”
Published : 28 Sep 2024, 07:55 PM
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ কারখানা খুলে দেওয়া এবং বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
এ সময় শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে অবস্থান নিলে আতঙ্কিত হয়ে কর্তৃপক্ষ চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। আশুলিয়ায় অর্নিদিষ্টকালের বন্ধসহ ১৬টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন লুসাকা গামের্ন্টসের শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মণ্ডল গ্রুপ ও ম্যাংগো টেক্সের শ্রমিকরা যোগ দেন।
পরে কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে সড়ক ছেড়ে যায় বিক্ষোভকারীরা।
শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বিভিন্ন দাবির মুখে লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা বিভিন্ন কারখানার সমানে যায়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, “শ্রম আইন ২০০৬ সালের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১২টি কারখানা এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে চারটিতে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
“বেতন বাড়ানোর দাবিতে মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। আমরা বুঝিয়ে তাদের সরিয়ে দিয়েছি।”
এ ছাড়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার সরোয়ার আলম।