রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
Published : 14 Apr 2025, 11:42 AM
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে লাগা এ আগুনে আরও একটি দোকান পুড়ে যায় বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান।
তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কলোনির একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত হয়ে দ্রুতই তা আশেপাশের বাকি টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমেন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জোন প্রধানের আরও একটি ইউনিট গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়।
“প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ৩০টি ঘর ভস্মীভূত হয়ে যায়।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”