Published : 04 May 2025, 04:50 PM
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে মিয়ানমারের নৌযান ধাওয়া দিয়ে এক পাচারকারীসহ ১ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান।
আটক কামাল হোসেন (৪২) মিয়ানমারের মংডুর সুদাপাড়া ডেইলপাড়ার আব্দুল আমিনের ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করার তথ্য পান তারা। এর পরিপ্রেক্ষিতে রোববার ভোরে নাফ নদীতে বেশ কয়েকটি স্থানে বিজিবির বিশেষ নৌ-টহল মোতায়ন করা হয়। এ সময় নাফ নদীতে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌ-টহল দল।
“এ অবস্থায় মিয়ানমারের সন্দেহজনক নৌ-যানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মিয়ানমার অংশের নাফ নদীর আরও গভীরে চলে যায়। এক পর্যায়ে নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুজন মাদক বহনকারীকে আটক করা হয়। কিন্তু অন্ধকারে আরেকজন মাদক বহনকারী দ্রুত সাঁতারে সীমান্তের অপরপাশে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তি ও জব্দ মাদক যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।”
জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা সুদৃঢ়করণে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বজিবির এ কর্মকর্তা জানান।