“হরিণের কলিজা কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়।”
Published : 12 Nov 2024, 07:57 PM
সাতক্ষীরার শ্যামনগরে রান্না করা হরিণের মাংস ও কলিজাসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ।
মঙ্গলবার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমান জানান, আগের রাত ৮টার দিকে দাতিনাখালি সংলগ্ন সুন্দরবনের তেরকাটি খাল এলাকা থেকে হরিণের মাংস উদ্ধার করেন তারা।
তিনি বলেন, “চোরা শিকারিরা হরিণ জবাই করে রান্না করছে গোপন খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় টের পেয়ে তারা সুন্দরবনের ভেতরে দ্রুত পালিয়ে যায়।
“পরে সেখান থেকে রান্না করা হরিণের মাংস ও কলিজা, ফুলকা উদ্ধার এবং শিকারিদের ব্যাবহৃত নৌকা জব্দ করা হয়। পরে উদ্ধার মাংস ও হরিণের কলিজা স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়।”
এ ঘটনায় চোরা শিকারিদের আটকে মঙ্গলবার সারাদিন ও সন্ধ্যায় সুন্দরবনের তেরকাটি খাল ও পাশের এলাকায় বন বিভাগ চিরুণী অভিযান চালিয়ে বলে জানান স্টেশন অফিসার।