কুটি মোল্লা সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের মামা।
Published : 11 Feb 2025, 11:50 PM
‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি।
গত ২৪ ঘণ্টায় সাভার থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- মো. দেলোয়ার হোসেন (৫৭), শাহাদাত হোসেন (৩৪), সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি আসমা খানম শিল্পি (৩৭), যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের পিএস আবু বকর সিদ্দিকি (৪৮), মো. আনোয়ার হোসেন মাঝি (৪৪), কৃষকলীগ নেতা মো. সেলিম ভূঁইয়া (৫০), মো. নাছির হোসেন (২৪), আমিনবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী (৬৫), কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগ সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক (৪৩), মো. রুহুল আমিন (৫৫), তেঁতুলঝোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ ইসলাম মিলন (২২), কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩৪) এবং আখতারুজ্জামান কুটি মোল্লা।
এদের মধ্যে কুটি মোল্লা সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছোট মামা। তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ১২ জনকে আদালতে পাঠানো হয়েছে। তবে কুটি মোল্লা থানা হাজতে রয়েছেন।