পুলিশ বলছে, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরেকজনের হাসপাতালে নেওয়ার পর।
Published : 11 Apr 2025, 09:47 AM
ফেনীর দাগনভূঞা উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরিফপুর ইউনিক গ্যাস পেট্টোল পাম্প এলাকার দাগনভূঞা-বসুরহাট সড়কে
এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান জানান।
নিহতরা হলেন- ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের ওসমান আলী সারেং বাড়ির মো. সেলিমের ছেলে অটোরিকশার চালক নজরুল ইসলাম (৩০) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজার ইউনিয়নের চর হাজারী গ্রামের শফিকের ছেলে রাজিব (২৩)।
পেশায় গাড়ির চালক রাজিবের গ্রামের বাড়ি নোয়াখালী হলেও তিনি দাগনভূঞার বসুরহাট রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বারাতে ওসি লুৎফর বলেন, “মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নজরুল ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় রাজিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা সোহরাব হোসেন তানভীর বলেন, “দুর্ঘটনায় আহত রাজিবকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
দুর্ঘটনার পর টাক চালক পালিয়ে যায় জানিয়ে ওসি লুৎফুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”