তিন বন্ধুকে সঙ্গে নিয়ে সেতুটির গাডারের মাঝখানে থাকা কবুতর ধরতে যায় নুরু।
Published : 25 Mar 2025, 05:07 PM
কবুতর ধরতে গিয়ে নওগাঁ শহরের ছোট যমুনা নদীর পালপাড়া সেতুতে আটকে পড়েছিল আট বছরের এক শিশুর পা। খবর পেয়ে ২ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিীকি।
এ সময় শিশুটিকে দেখতে হাজারও উৎসুক জনতা ওই সেতু এলাকায় ভীড় করেন।
আটকে পড়া নুরু হোসেন নুরু পৌর এলাকার উপ শেরপুর এলাকায় তার নানা ইউনুছ আলীর বাড়িতে থেকে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। তার বাবার নাম রিপন হেসেন। বাড়ি সদর উপজেলার ভবানীপুর কাঠালতলী এলাকায়।
ওসি নুরে আলম সিদ্দীকি বলেন, বেলা ১২টার দিকে নুরু ৩ বন্ধুকে সঙ্গে নিয়ে ওই সেতুটির গাডারের মাঝখানে থাকা কবুতর ধরতে যায়। কিন্তু সেতুর রেলিং থেকে ওই গাডারের মাঝে নামার পর নুরুর পা গাডারের ভেতর আটকে যায়।
এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে থানায় খবর দেয়। পরে ফায়ার সাভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, “খবর পেয়ে ফায়ার সাভির্সের দুটি ইউনিট প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় মইয়ের সাহায্যে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। শিশুটি সুস্থ ও ভালো আছে।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ওসি নুরে আলম সিদ্দিকী।