রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Published : 23 Sep 2024, 04:51 PM
নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় ২ একর জমিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান।
তিনি জানান, শহরে রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলেন প্রভাবশালীরা। এসব স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর কখন যাচ্ছে তা বুঝতে পারতেন না যাত্রী ও পথচারীরা। এতে ভোগান্তিসহ দুর্ঘটনার শিকার হচ্ছিলেন পথচারীরা।
সাধারণ মানুষের সুবিধার জন্য প্রাথমিকভাবে দুই একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনো রকম ইজারা ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেওয়া হবে না।
রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান।
অভিযানে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমানসহ রেলওয়ের ঢাকা বিভাগের কর্মকর্তা, রেল পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।