এদের মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও পাঁচজন পুরুষ।
Published : 08 Aug 2024, 06:38 PM
মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান।
এ নিয়ে তিনদিনে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হল। এদের মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও পাঁচজন পুরুষ।
সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট থেকে এক নারী, এক শিশু ও দুজন পুরুষের এবং শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্র সৈকত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গল ও বুধবার টেকনাফের বিভিন্ন সমুদ্র উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয় ৩১ জন রোহিঙ্গার মৃতদেহ।
স্থানীয় লোকজন জানিয়েছেন, নাফ নদী ও সাগর তীরের এলাকা দিয়ে মিয়ানমার থেকে রাতের আঁধারে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে পৃথক দুই জায়গায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ থাকা নারী, পুরুষ ও শিশুর লাশ বিভিন্ন পয়েন্ট দিয়ে ভেসে আসছে।