পিকেটিং করার সময় দক্ষিণ সুরমা থেকে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 08 Nov 2023, 06:24 PM
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সিলেটের ওসমানীনগরে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছেন পিকেটাররা।
খবর পেয়ে বুধবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার উনিশ মাইল এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মাকছুদুল আমীন।
এদিকে দক্ষিণ সুরমার বাদিকোনা এলাকায় পিকেটিং করার সময় উপজেলা যুবদলের সদস্য আখতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা।
অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করার অভিযোগ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, “বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করেছে। বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। পুলিশের মামলা ও হয়রানির কারণে নেতাকর্মীরা বাসা-বাড়িতে থাকতে পারছেন না। অন্যায়ভাবে তাদের গণগ্রেপ্তার করা হচ্ছে।”
তবে ছাত্রলীগের হামলার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন।