Published : 25 May 2024, 08:51 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয় বলে জানান জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান।
নিহতরা হলো- ওই গ্রামের আশরাফুল হকের মেয়ে তাবাসসুম খাতুন (৮) এবং রাজু আহম্মেদের মেয়ে রিতু আক্তার (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন বলেন, তাবাসসুম ও রিতু একসঙ্গে বাড়ির সামনে পুকুরে গোসল করে যায়। তারা সাঁতার জানত না।
“দীর্ঘসময় তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”
ওসি জাবিদ হাসান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।