ছয়জন ভারতীয় নাগরিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়; সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
Published : 26 Dec 2022, 08:14 PM
করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার একদিনের মাথায় সোমবার সকাল থেকে বন্দরের চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ জানান।
তিনি বলেন, “হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার জন্য রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আসে। এর পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
বিশ্বের বিভিন্ন স্থানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব বন্দরে সতর্কতা জারি করে শনিবার নির্দেশনা পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি চীন ও ভারতসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাসের উপধরন দেখা দিয়েছে। ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ এর কারণে সংক্রমণ বাড়ছে। প্রতিবেশী দেশে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য বন্দরগুলোয় সতর্কতা জারি করতে হবে।
এরপরই জেলা স্বাস্থ্য বিভাগ আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের, বিশেষ করে ভারত থেকে আসা ব্যক্তিদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করে।
বন্দরের হেলথ স্ক্রিনিং বুথের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জহির উদ্দিন জানান, করোনাভাইরাস প্রতিরোধে যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফারেড থার্মোমিটার দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
“পাশাপাশি সন্দেহভাজন যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত ছয়জন ভারতীয় নাগরিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তবে ছয়জনের রিপোর্টই নেগেটিভ এসেছে।”
চিকিৎসক আরও জানান, ভারত থেকে আগত সব যাত্রীর স্বাস্থ্যগত তথ্য নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে চেকপোস্টেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টিনে রাখা হবে।
আরও পড়ুন: