প্রাথমিক তথ্যের বরাতে পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
Published : 03 Mar 2025, 11:39 PM
বগুড়ায় ‘বাড়ি থেকে ডেকে নিয়ে’ এক যুবককে ছুরি মেরে হত্যার খবর পাওয়া গেছে; গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
সোমবার রাত ৮টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে বলে বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী জানান।
নিহত পারভেজ (২৫) মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রীর সহকারী। ছুরি হামলায় গুরুতর আহত আতিকুল ইসলামের (২৪) বাড়ি একই এলাকায়।
এসআই ফজলে এলাহী বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে।”
ঘটনার বর্ণনায় পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, “একই এলাকার কিছু যুবকের সঙ্গে রোববার বিকালে পারভেজের মারামারি হয়। এর জেরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে নেয়। সেসময় পারভেজের সঙ্গে ছিলেন আতিকুল।”
মাসুদ বলেন, “মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে তাদের ফের মারামারি হয়। একপর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিলে তাদের ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
“তারা দুজনেই গলির মধ্যে অনেক সময় পড়ে থাকে। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। আতিকুলের চিকিৎসা চলছে।”