“উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশের ব্যবহার করা পিস্তলের মত”, বলেন এসপি সাইফুল ইসলাম।
Published : 04 Mar 2025, 01:37 AM
চট্টগ্রামের সাতকানিয়ায় 'ডাকাত সন্দেহে' এলাকাবাসীর পিটুনিতে দুজনে মৃত্যু ও পাঁচজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সনতু বলেন, সোমবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামনি গ্রামে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার বলেন, “এলাকায় ডাকাত পড়েছে সন্দেহে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। পরে পিটুনিতে দুজনের মৃত্যু হয়।
"বিষয়টি আসলে কী হয়েছে, সেটা আমরা খতিয়ে দেখছি।"
ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে জানিয়ে সাইফুল ইসলাম বলেন, “পুলিশ যে ধরনের পিস্তল ব্যবহার করে, সেটি সে ধরনের। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, “নিহতরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ছনখোলা চূড়ামনি গ্রামে গেলে মাইকে ডাকাত ঘোষণা দেওয়া হয়। এলাকাবাসী তাদের ঘিরে গণপিটুনি দিলে দুজনের মৃত্যু হয়।”
নিহতদের একজনের কাছ থেকে একটি পিস্তল ও ছয়টি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে।
ওসি বলেন, “নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি, মূলত কী হয়েছিল, সেটা খতিয়ে দেখছি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত পাঁচজনকে প্রথমে এখানে আনা হয়েছিল। পরে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।