পারিবারিক আদালতে করা একটি মামলায় ২০০৩ সালে হানিফকে তিন মাসের সাজা দেন আদালত।
Published : 04 Mar 2025, 07:19 PM
ফেনীর সোনাগাজী উপজেলায় এক ব্যক্তি তিন মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২১ বছর।
অবশেষে সোমবার রাতে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানান।
সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মিজানুর রহমান হানিফ ওরফে মানিক (৪০)। তিনি সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজীরহাট আউরারখিল গ্রামের ছৈয়দের রহমানের ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, পারিবারিক আদালতে করা একটি মামলায় ২০০৩ সালে হানিফকে তিন মাসের সাজা দেন আদালত। সেসময় তিনি পলাতক থাকায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর দীর্ঘ ২১ বছর পলাতক ছিলেন হানিফ।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, আসামিকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।