মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
Published : 02 Mar 2024, 08:22 AM
রাজবাড়ী সদর উপজেলায় পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ ছাড়া মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
এসময় মানববন্ধনে বক্তারা জানান, কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙছে। বর্ষা মৌসুমে ভাঙন তীব্র হয়। গত এক মাসের ভাঙনে প্রায় ১০০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
ভাঙন ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতবাড়ি, প্রাথমিক বিদ্যালয়সহ নানা স্থাপনা। ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা।
চরবেনিনগর গ্রামের বাসিন্দা কৃষক নাজিমউদ্দিন সরদার মানববন্ধনে দাঁড়িয়ে বলেন, “পাঁচ পাকি জমিতে ধানসহ বিভিন্ন ফসল আবাদ করতাম। কিন্তু গত কয়েকদিনের ভাঙনে ধান খেতে নদীতে চলে গেছে। ধানের জন্য সেচপাম্প বসিয়ে ছিলাম সেটাই এখন নেই। এখন কী করে খাব?”
প্ল্যার্কাড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা আরেক কৃষক রায়হান বলেন, “সাংঘাতিক ভাঙতেছে। এক মাসে কম করে একশত বিঘা ফসলি জমি নদীতে ভেঙে গেছে। এখন তো আমাদের বাড়িঘর নিয়ে চিন্তায় আছি।”
এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন জানান, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজবাড়ীর পদ্মা নদীর ডান তীরের ৫৬ কিলোমিটারের এর মধ্যে ৫০ কিলোমিটারই ভাঙনপ্রবণ এলাকা।
যখনই ভাঙন দেখা দেয় তখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে কাজ করা হয়; ওই এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]