ময়মনসিংহে বৃদ্ধকে কুপিয়ে হত্যার মামলায় ছেলে গ্রেপ্তার

দুই স্ত্রীর দুই সন্তানকে জমি লিখে দিলেও দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2023, 08:43 AM
Updated : 16 Feb 2023, 08:43 AM

ময়মনসিংহের সদর উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার মামলায় তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাতে জেলার ফুলপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান। 

গ্রেপ্তার আব্দুল মতিন (৪০) সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে বাসিন্দা মো. জয়নুদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান। 

ওসি শাহ কামাল আকন্দ বলেন, নিহত ৭৫ বছরের জয়নুদ্দিনের দুই স্ত্রী রয়েছে। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩০ শতাংশ জমি লিখে দেন। কিন্তু ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে মঙ্গলবার ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দেওয়ার সময় আব্দুল মতিন পিছন থেকে তাকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। 

এই ঘটনায় নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। 

ওসি শাহ কামাল আকন্দ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি আব্দুল মতিন তার বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

Also Read: ময়মনসিংহে জমির বিরোধে ছেলের দায়ের কোপে বৃদ্ধ খুন