সুনামগঞ্জে আটক ট্রাক চালক ও তার সহকারী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের।
Published : 19 Mar 2025, 01:37 PM
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি মালবাহী ট্রাকে তল্লাশির সময় এক টহল পুলিশ সদস্যকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক।
পথে ট্রাকটি একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়ে পালানোর সময় চালকসহ দুইজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়ে জনতা। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাত ১টার দিকে মদনপুর-দিরাই সড়কে এ ঘটনা ঘটে বলে জানান শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।
আটকরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখাখালী ইউনিয়নের ভাণ্ডা গ্রামের আজিজ আলীর ছেলে নূরুল আমিন (৩৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ব্রাম্মণখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহ আলম।
ওসি আকরাম আলী বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিরাই উপজেলার শরীফপুর এলাকায় মদনপুর-দিরাই সড়কে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশ তল্লাশি করার উদ্যোগ নেন। এ সময় পুলিশ সদস্য মামুন ট্রাকটিতে উঠে তল্লাশি করছিলেন। আর নিচে দাঁড়িয়ে ছিলেন আরেক পুলিশ সদস্য।
তল্লাশির এক পর্যায়ে ওই পুলিশ সদস্যকে নিয়েই চলতে শুরু করে ট্রাকটি। এ দৃশ্য দেখে নিচে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য প্রথমে ট্রাকের পেছনে দৌড়াতে এবং চিল্লাতে থাকেন। তাৎক্ষণিক বিষয়টি শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর থানা পুলিশকে অবগত করা হয়। পরে সড়কে চেকপোস্ট বসায় পুলিশ।
তিনি বলেন, দ্রুতগতির ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে সামনে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এ সময় পালাতে গিয়ে ট্রাক চালক ও তার সহকারী আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শান্তিগঞ্জ থানায় নিয়ে যায়।
এ সময় তাদের ট্রাক থেকে বিপুল দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে; তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি ওসি আকরাম আলীর।
তিনি বলেন, আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কনস্টেবল মামুন সুস্থ আছেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আটক দুইজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।