২০১৪ সালের ২৭ জানুয়ারি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি জনসভার আয়োজন করে।
Published : 15 Oct 2024, 11:54 PM
গাজীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভায় গুলি ও পণ্ডের এক দশক পর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বাসন থানা বিএনপির সভাপতি মো. তানভীর সিরাজ মঙ্গলবার দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, সাবেক ডিবি প্রধানসহ প্রায় দুইশ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, “অভিযোগটি পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৭ জানুয়ারি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি জনসভার আয়োজন করে। এতে বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক ডিবি প্রধান (গাজীপুরের তৎকালীন এসপি) হারুন অর রশিদ ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ প্রায় দুইশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী আগ্নেয়াস্ত্র, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীকে সমাবেশে অংশ নিতে বাধা দেয়।
এ সময় তারা জনসভায় আগত হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি ফাঁকা গুলি করে। তারা হত্যার উদ্দেশ্যে বিএনপি নেত্রকর্মীদের ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত করে। তারা হামলা চালিয়ে জনসভার জন্য নির্মিত সভামঞ্চ, চেয়ার, টেবিল, মাইক ভাঙচুর করে।
অভিযোগে বলা হয়, তৎকালীন জয়দেবপুর থানায় মামলা করতে গেলে উদ্দেশ্যমূলকভাবে তা গ্রহণ করা হয়নি।