একদিন আগে দেশব্যাপী ‘শাটডাউন’ কর্মসূচিতে নেত্রকোণায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।
Published : 18 Oct 2024, 07:37 PM
নেত্রকোণার বারহাট্টা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দেশব্যাপী বিভিন্ন দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচির পর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
শুক্রবার সকালে তাকে রাজধানীর খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
লুৎফর রহমান বলেন, মনির হোসেনের বিরুদ্ধে ঢাকার একটি থানায় মামলা থাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোণা শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার আন্দোলনের সময় সকাল ৯টার দিকে মনির হোসেনকে সেনাবাহিনী আটক করে বারহাট্রা থানায় নিয়ে যায়। পরে থানা থেকে কিছু সময় পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান বারহাট্রা থানার ওসি কামরুল হাসান।
সম্প্রতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছেন। আন্দোলনের মধ্যে বুধবার সারাদেশের ২০ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাদের মধ্যে বারহাট্টা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনও আছেন।
দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকা জেলার ১০টি উপজেলা ও পাশের সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরসহ ১২টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
এতে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েন ছয় লাখ ৩০ হাজার গ্রাহক।
পরে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা সদস্যরা আলোচনায় বসেন। সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
আরও পড়ুন:
নেত্রকোণায় বিদ্যুৎ বন্ধ সাড়ে ৯ ঘণ্টা, দুর্ভোগ সোয়া ৬ লাখ গ্রাহকের