“বেলা ৪টা থেকে হাসপাতালের কয়েকটি ওয়ার্ডের কিছু কিছু ডাক্তার ডিউটিতে যোগ দেননি।”
Published : 01 Sep 2024, 05:33 PM
ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সারাদেশের মত সিলেটেও শুরু হয়েছে আংশিক কর্মবিরতি।
রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামলা ও মারধরের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।
তারপর বিকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, “বেলা ৪টা থেকে হাসপাতালের কয়েকটি ওয়ার্ডের কিছু কিছু ডাক্তার ডিউটিতে যোগ দেননি। তবে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি; যাতে করে হাসপাতালের জরুরি বিভাগ ও গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ডাক্তাররা কাজ করেন। আমাদের হাসপাতালের জরুরি বিভাগ চালু রয়েছে।’’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য ডাক্তাররা তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি সারা দেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দুই দফা দাবি জানানো হয় চিকিৎসকদের তরফ থেকে। কিন্তু দাবি পূরণের আশ্বাস না মেলায় দুপুরে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ছয় দফা দাবি জানানো হয়।
চিকিৎসকদের এই আন্দোলনে একাত্মতা জানিয়েছেন ঢাকা মেডিকেলের নার্স ও কর্মচারীরাও।
সিলেট জেলা ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, “জেলার হাসপতালগুলোর জরুরি বিভাগ চালু আছে। এখন পর্যন্ত জেলার কোনো হাসপাতালে কর্মবিরতির খবর পাওয়া যায়নি। আর আমাদের আউটডোর কাল সকালে চালু হলে বোঝা যাবে কর্মবিরতির বিষয়ে।”