“ভালো কাজ করলে আমরা যেমন সহায়তা করব, ঠিক একইভাবে আপনাদের ঘৃণিত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সদা জাগ্রত থাকব।”
Published : 21 Feb 2025, 02:25 AM
সিলেটের মুরারি চাঁদ (এম সি) কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ওপর ‘ছাত্রশিবিরের’ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এম সি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করা হয়।
সমাবেশে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “দীর্ঘ ১৬ বছর এক দানবীয় শক্তি দ্বারা আমরা শোষিত হয়ে এসেছিলাম এবং এই দানবের বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যূত্থানে আওয়ামীবিরোধী সকল শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি। কিন্তু অভ্যূত্থান পরবর্তী মাত্র সাত মাসের মধ্যে ছাত্র সংগঠনগুলোর এমন কার্যকলাপ আমাদের ব্যথিত করেছে।
“আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী। ভালো কাজ করলে আমরা যেমন সহায়তা করব, ঠিক একইভাবে আপনাদের ঘৃণিত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সদা জাগ্রত থাকব। দয়া করে আপনারা নোংরামি বন্ধ করুন।”
এম সি কলেজের শিক্ষার্থীর উপর যারা হামলা চালিয়েছে তাদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, “দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল ও শিবিরের এই ন্যাক্কারজনক কার্যকলাপ চলমান আছে। ছাত্রসমাজ যেভাবে শেখ হাসিনা ও ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগকে বিদায় করেছে, সেভাবেই ছাত্রদল ও ছাত্র শিবিরের মতো যারা গঠনমূলক রাজনীতি ভুলে গিয়ে পেশিশক্তির ব্যবহার করে সন্ত্রাসী হয়ে ওঠার চেষ্টা করছে তাদেরকেও বিদায় করবে।”
তিনি বলেন, “আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা একসাথে জুলাই আন্দোলনে স্বৈরাচার বিদায় করেছি। আমরা একসাথে এই নতুন বাংলাদেশ গড়তে চাই। আপনারা গণমানুষ ও ছাত্রসমাজের বিরুদ্ধে গিয়ে পেশিশক্তির রাজনীতি কায়েম করার চেষ্টা করবেন না।"
বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সম্পাদক মেহের আফরোজ শাওলী এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান।
পুরানো খবর
ফেইসবুকে মন্তব্য: এমসি কলেজের শিক্ষার্থীকে পেটাল 'ছাত্রশিবির'