নোটিসে আগামী শনিবার বেলা ৩টার মধ্যে আদালতে হাজির হয়ে বা তাদের প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
Published : 05 Jan 2024, 09:56 PM
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ আসনের নৌকার প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শুক্রবার বিকালে আসনটির নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ নোটিস দেন বলে একই আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল রানা জানান।
জুয়েল রানা আরও জানান, নোটিসে প্রার্থী চয়ন ইসলাম এবং ওই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. শাহ আজমকে শনিবার বেলা ৩টার মধ্যে আদালতে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিসে আরও বলা হয়েছে, গত বুধবার নৌকার প্রার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে উপাচার্য ও অন্য শিক্ষকদের নিয়ে নির্বাচনি সভা করেছেন। উপাচার্য শাহ আজম সভার কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। যা জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন।
নোটিসে ওই সভায় অংশ নেওয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামের তালিকা দিতে উপাচার্যকে অনুরোধ করা হয়েছে জানান আদালতের বেঞ্চ সহকারী।