আব্দুল কুদ্দুস পাঁচবার সংসদে নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।
Published : 30 Aug 2023, 10:44 AM
নাটোর-৪ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মারা গেছেন, তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বুধবার সকাল ৭টা ২২ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রাজনীতিবিদের মৃত্যু হয় বলে তার ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস জানান।
আব্দুল কুদ্দুস পাঁচবার সংসদে নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন শাহরিয়ার জানান, সংসদ সদস্য কুদ্দুস আগে থেকেই অসুস্থ ছিলেন। তার শ্বাস-কষ্টজনিত সমস্যাসহ আরো বেশ কিছু শারীরিক জটিলতা ছিল।
রোববার নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন আব্দুল কুদ্দুস। চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালে। রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) নেওয়া হয়। সেখানেই সকালে তার মৃত্যু হয়।
খুবজীপুরের ব্রামণবাড়িয়া এলাকার বাসিন্দা বাংলা কলেজ ছাত্রলীগের নেতা মো. রাসেল বলেন, মুত্রনালীর সংক্রমণ থেকে কিডনি জটিলতা তৈরি হয়েছিল এমপি কুদ্দুসের। বিভিন্ন শারীরিক জটিলতায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল।
আব্দুল কুদ্দুসের জন্ম ১৯৪৬ সালে। নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর ইউপির বিলশা এলাকার প্রয়াত হায়াতুল্লাহ সরদারের ছেলে তিনি।
আওয়ামী লীগের প্রবীণ এই সদস্য ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। ছিলেন রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি। পরে বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হন। স্নাতকোত্তর ডিগ্রি পান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।
মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রশিক্ষণ নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন আবদুল কুদ্দুস।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ঢাকার ৪ নম্বর ন্যাম ভবন জামে মসজিদে বেলা ১১টায় আব্দুল কুদ্দুসের জানাজা হবে। পরে নাটোরে নেওয়া হবে তার মরদেহ।