গোপালগঞ্জে জমির বিরোধে ‘প্রতিপক্ষের হামলায়’ আহত ব্যক্তির মৃত্যু

জমি মাপতে রাজি না হওয়ায় দুপক্ষ প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানায় পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2023, 11:05 AM
Updated : 6 May 2023, 11:05 AM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম।

নিহত ৪৫ বছর বয়সি মফিজুর রহমান শেখ উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ আলম জানান, দীর্ঘদিন ধরে ১৯ শতাংশ জমি নিয়ে আবু তালেব শেখের ছেলেদের সঙ্গে প্রতিবেশী সিরাজ শেখের বিরোধ চলে আসছিল। বিরোধ নিরসনে গত ২৬ এপ্রিল জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়।

“তবে সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিরাজ ও তার ছেলে ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মফিজুর শেখ ও তার পরিবারের ওপর হামলা চালায়।

“এতে মফিজুর শেখ, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা রুমা বেগম এবং তার ভাই সজল শেখ আহত হন।”

পুলিশ জানায়, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। সেখানে মফিজুরের অবস্থা অবনতি হলে ২৯ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মফিজুর মারা যান।

এ ঘটনায় আগেই থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি ফিরোজ বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।