কুমিল্লার চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা গ্রাম ঘুরিয়ে লাঞ্ছিত করে একদল লোক।
Published : 26 Dec 2024, 02:39 PM
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান, আব্দুল মোতালেব, আমীর হোসেন, শওকত হোসেন।
তারা নির্যাতন ও অপমানকারীদের শাস্তি দাবি করেন।
রোববার আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা গ্রাম ঘুরিয়ে লাঞ্ছিত করে একদল লোক। তারা ওই ঘটনার ভিডিও ধারণ করে। সন্ধ্যার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল হাই কানু সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সাবেক সহসভাপতি। তিনি ঘটনাস্থলের পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা।
এ ঘটনার জন্য মুক্তিযোদ্ধা কানুর পরিবার স্থানীয় জামায়াতে ইসলামীর সদস্যদের দায়ী করলেও দলটি নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। অবশ্য সোমবার দলটি তাদের দুই সমর্থককে বহিষ্কার করার কথা জানায়।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, এই ঘটনার ভিডিও দেখে পাঁচজনকে আটক করা হয়েছে।