এ ঘটনায় নির্যাতিত এক শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, জানিয়েছে পুলিশ।
Published : 20 Mar 2025, 12:10 PM
নেত্রকোণার মদনে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
বুধবার দুপুরে মদন পৌরসভার কৃষি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান।
এ ঘটনায় নির্যাতিত এক শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- মদন পৌরসভার আগরিপাড়া এলাকার সুকেল মিয়া (২৬) ও উপজেলার খাগুরিয়া এলাকার জয়নাল মিয়া (২০) ।
আর দুই শিশুর মধ্যে একজনের বাড়ি চানগাঁও ইউনিয়নে। অপর শিশুর বাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে।
তাদের একজনের বয়স ১২ বছর; অপরজনের ১৩ বছর।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দিনের বেলায় প্রকাশ্যে একটি নারকেল গাছের সঙ্গে রশি দিয়ে দুই শিশুকে বেঁধে রাখা হয়েছে।
ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, “মদন পৌরসভার কৃষি অফিসের সামনে একটি বাস থেকে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে তিনটি মোবাইল ফোন চুরি হয়। পরে বুধবার দুপুরে ওই দুই শিশুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে নির্যাতন করা হয়।
“তাদেরকে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়। পরে ভিডিওটি পুলিশের নজরে আসলে তারা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার এক শিশুর চাচা লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।