“তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।”
Published : 11 Apr 2025, 12:08 PM
চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, আগের রাতে এ অভিযান চালানো হয়।
আটককরা হলেন- দর্শনা থানার শান্তিপাড়ার টুকু মিয়ার ছেলে জসিম মিয়া (৪০) এবং জীবননগর উপজেলার আনছারবাড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. তপু মিয়া (৫৫)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গোপন খবরে বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে দর্শনা থানার পাঠানপাড়া পাকা রাস্তার ওপর থেকে জসিম মিয়াকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয়।”
তার বিরুদ্ধে আগে থেকেই থানায় অন্তত ২০টি মাদক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কনক কুমার বলেন, “এর আগে রাত ৯টা ১০ মিনিটে জীবননগর থানার আন্দুলবাড়িয়া গ্রামের দরগা চৌরাস্তা মোড় থেকে তপু মিয়াকে ২০টি ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।”