উদ্ধার করা জমির পরিমাণ ৪০ শতক।
Published : 20 Nov 2024, 08:40 PM
কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেলা পরিষদের জমিতে অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. এরফান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।
তিনি জানান, উপজেলা লক্ষ্যারচর মৌজায় বিএস ৭ নম্বর খতিয়ানে দুই দাগে ৪০ শতক জমির মালিক কক্সবাজার জেলা পরিষদ। বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি চক্র সেই জমিতে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করে দখল নেয়।
বুধবার সকালে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় নির্মিত ওই কার্যালয় গুঁড়িয়ে দিয়ে জমি উদ্ধার করা হয়েছে বলে জানান নির্বাহী হাকিম এরফান।
অভিযানে জেলা পরিষদের প্রকৌশলী, সার্ভেয়ার ও থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার।