যানজট নিরসনে মহাসড়কে ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের প্রধান।
Published : 13 Jun 2024, 09:37 PM
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া হঠাৎ বিকল হয়ে যাওয়া যানবাহন মেরামতের জন্য মেকানিক্যাল টিম প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে সড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।
এর আগে তিনি ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।
পোশাক কারখানা ছুটি হলে যাতে মহাসড়কে যানজটের সৃষ্টি না হয় এ জন্য কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বসেছিলেন হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান।
শ্রমিকরা যেন আগে থেকে গাড়ি রিজার্ভ করে নির্দিষ্ট স্থান থেকে রওনা করেন সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এবার কোরবানির পশুর হাট আগে শুরু হয়েছে জানিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, “অনেক স্থানে মহাসড়কের পাশে হাট বসেছে। পশু বহন করা যানবাহনের কারণে যাতে সড়কে যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
“মহাসড়কের কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ হতে পারে, যানজটের ক্ষেত্রে সেগুলো চিহ্নিত করেছি এবং প্রতিবারের ন্যায় এবারও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো গুরুত্ব দিয়ে কাজ করছি।”
মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের বিশেষ শাখার পাশাপাশি জেলা পুলিশও প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, “মেট্রোপলিটনের অন্যান্য সংস্থাগুলো মিলে আমরা এখন মাঠ পর্যায়ে আছি। প্রয়োজন বুঝে সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া সড়কে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যানজট নিরসনে সাব কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের প্রধান।
এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি, আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ এবং সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী উপস্থিত ছিলেন।