পুলিশ জানায়, কৃষক সানোয়ারের মা বাদী হয়ে বুধবার সকালে থানায় হত্যা মামলা করেছেন।
Published : 20 Jun 2024, 03:53 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে সংঘর্ষে ঘটনায় কৃষক এবং কিশোরের পর আরও একজনের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
নিহত ফরহাদ হোসেন (৪০) উপজেলার গালা ইউনিয়নের চরবর্নিয়া উত্তরপাড়ার মৃত রাজ্জাক সেখের ছেলে।
এর আগে পাবনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে বুধবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার উপজেলার গালা ইউনিয়নের চরবর্নিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে তামিম হোসেন গালিব (১৫) এবং মঙ্গলবার সকালে ওই গ্রামের কৃষক সানোয়ার হোসেনের (৩২) মৃত্যু হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চরবর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ ও দক্ষিণ পাড়ার সায়েম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০জন আহত হয়েছেন।
ওসি আসলাম বলেন, “ফরহাদের ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ সিরাজগঞ্জ নিয়ে আসেন। বুধবার সন্ধ্যায় মরদেহ শাহজাদপুর থানায় এনে পুলিশকে দেখিয়ে নিয়ে গেছেন স্বজনরা।”
তিনি বলেন, এ নিয়ে সংঘর্ষের ঘটনায় সায়েম পক্ষের দুইজন এবং আখের পক্ষে একজন মিলে তিনজনের মৃত্যু হল।
“ফরহাদ ও কিশোর গালিব নিহতের ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”
ওসি বলেন, কৃষক সানোয়ার হোসেনের মা আনতিরি বেগম বাদী হয়ে বুধবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১২৫ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে; বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: