নিহত সানোয়ারের মেয়ে শেলী ও খাদিজাতুল কোবরার প্রশ্ন, তাদের পাঁচ ভাই-বোনকে এখন কে দেখাশোনা করবে?
Published : 18 Jun 2024, 09:29 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত এবং উভয় পক্ষের অন্তত ৪০জন আহত হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে গালা ইউনিয়নের চরবর্নিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান।
নিহত কৃষক সানোয়ার হোসেন মোল্লা (৩২) একই গ্রামের দক্ষিণপাড়ার খোদা বক্স মোল্লার ছেলে। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের মামা আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, “আমাদের জমির মাঝখান দিয়ে এলাকায় নদী তীর রক্ষায় নতুন বাঁধ নির্মাণ হয়েছে। বাঁধের দু’পাশে চরবর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ, হামিদ মোল্লা, মতিন মোল্লা ও আব্দুল প্রামাণিক অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেছে। এছাড়াও তারা আমাদের একটি পুকুর অবৈধভাবে দখল করে রেখেছে।”
স্থানীয়দের বরাতে ওসি বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে উত্তরপাড়ার আখের সেখ ও দক্ষিণপাড়ার সায়েমের পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল।
এর জেরে মঙ্গলবার ভোরে আখেরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দক্ষিণপাড়ায় হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বেশকিছু বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
“দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক সানোয়ার মোল্লা ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত ৪০জন। “
গুরুতর আহত আজিজ প্রামাণিককে পাবনায়, শাহজাহান প্রামাণিক ও হযরত আলী প্রামাণিককে বগুড়ায় এবং অন্যদের সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত সানোয়ারের মেয়ে শেলী ও খাদিজাতুল কোবরা বাবা হত্যার বিচার ও জড়িতদের শাস্তি দাবি করে বলেন, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের পাঁচ ভাই-বোনকে এখন কে দেখাশোনা করবে, প্রশ্ন রাখেন তারা।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও আখেরের পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ওসি আসলাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তবে বিকাল পাঁচটা পর্যন্ত জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।