কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদ্রাসার অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।
Published : 24 Feb 2025, 10:05 PM
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। এ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হচ্ছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এক মাদ্রাসার অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণআতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি।
“রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে। সে কারণে আমরা উপদেষ্টার ওখানে গিয়েছি এবং গিয়ে দেখি তিনি প্রেস কনফারেন্স করছেন।”
দুপুরে উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, “দেশে সার্বিকভাবে একটি পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড। বিষয়গুলো কী আমরা একনলেজ করছি।
“সেইসঙ্গে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, সেটিকে একনলেজ করছি। সমাজের ছিনতাই বেড়ে গেছে। রোববার রাতে বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত। সেটিকে দোষ দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখা, এ করেছে, ও করেছে, আমি করি নাই।”
এসব জায়গা থেকে আমাদের বের হয়ে ছিনতাইকারীকে ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।
ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে রফিকুল ইসলাম ফয়েজী এবং শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।