এলাকাবাসী জানান, অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি পা পিছলে পড়ে যান।
Published : 10 Sep 2024, 01:28 PM
খুলনা নগরীতে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে তিন শ্রমিকের প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বয়রা এলাকায় আয়কর বিভাগের ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে সোনাডাঙ্গা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান।
নিহতরা হলেন-নির্মাণ শ্রমিক রাব্বি, মামুন ও আশরাফুল। তাদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ তিনটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন আটজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি পা পিছলে পড়ে যান।
ওসি শরিফুল বলেছেন, “পাঁচতলা ভবন থেকে পড়ে যাওয়ার পর তিন শ্রমিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”
মরদহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।