মোবাইল ফোনে প্রথমে তার কাছে চাঁদা দাবি করা হয়; দিতে অপারগতা প্রকাশ করা প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।
Published : 26 Dec 2024, 12:21 AM
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বুধবার দুপুরে বান্দরবান সদর থানায় একটি জিডি হয়েছে বলে ওসি মাসুদ পারভেজ জানান।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, বুধবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সদর থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের থানচি বাসস্ট্যান্ড এলাকার বাড়ির নিজ ঘরে থাকা অবস্থায় একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অটল বাবু পরিচয়ে চাঁদা চাওয়া হয় জেলা পরিষদ চেয়ারম্যানের থানজামা লুসাইয়ের কাছে।
টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার সঙ্গে অশোভন আচরণ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ফোনে।
এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন থানজামা লুসাই।
৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে।
পরে ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠন করে।
প্রজ্ঞাপনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যাপক থানজামা লুসাইকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সকারের আমলেও থানজামা লুসাই বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
লুসাইকে হুমকি ও জিডির বিষয়ে যোগাযোগ করা হলে বান্দরবান সদর থানা ওসি মাসুদ পারভেজ বলেন, হুমকির কথা জানিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান সদর থানায় একটা জিডি করেছেন। যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তার বিষয়ে ওসি বলেন, “উনার সঙ্গে (চেয়ারম্যান) ফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উনার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”