অসুস্থ শ্বশুরকে দেখতে দুদিন আগে চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছিলেন তিনি, বলছেন নিহতের শ্যালক।
Published : 02 Feb 2025, 04:30 PM
ফেনীর সোনাগাজী উপজেলায় কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী ।
রোববার সকালে ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ জানান।
নিহত নিজাম উদ্দিন (৪৫) সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের নুরুল হক সর্দারের ছেলে এবং চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী।
আহতরা সবাই নিজামের স্ত্রী ও সন্তান। নিজামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বায়েজিদ বলেন, “একটি দ্রুতগতির কভার্ড ভ্যানের সঙ্গে ফেনীমুখী অটোরিকশা সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নিজাম উদ্দিন নিহত হন।
“এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী ও দুই সন্তান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।”
নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু বলেন, “নিজাম চট্টগ্রামের কাজীর দেউরী এলাকায় মুদি ব্যবসা করেন। সোনাগাজীতে তার অসুস্থ শ্বশুরকে দেখতে গত দুই দিন আগে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন।
“রোববার সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা করে মহাসড়কের লালপোল যাচ্ছিলেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও কভার্ড ভ্যানটি জব্দ করেছে জানিয়ে ওসি বায়েজিদ বলেন, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।