প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সজিবকে আটক করা হয়। পরে জানা যায়, অগাস্টে ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি।
Published : 09 Feb 2025, 01:24 AM
লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে হাতীবান্ধা উপজেলার হাটখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম সজিব (৩৮) পূর্ব সারডুবি এলাকার মোফাজ্জল হোসেন মোফার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঠিকাদারী ব্যবসায় জড়িত ছিলেন।
ওসি মাহামুদুন নবী জানান, প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সজিবকে আটক করা হয়। পরে জানা যায়, তিনি গত বছরের অগাস্টের ২৪ তারিখে ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি।
তিনি আরও জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে রোববার সে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।