সংঘর্ষ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানালেও প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Published : 05 Feb 2025, 01:44 AM
আশুলিয়ায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে আশুলিয়ার ডিইপিজেড এলাকার পাশে অবস্থিত প্রডেন্ট ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে বেশ কিছু লোহার পাইপ, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- ইকরামুল ইসলাম (২৮), নূর আলম (২৪), আলম খন্দকার (৩৯), মো. পলাশ (৩৩), আবু বক্কর সিদ্দিক (৪৭) ও মোক্তার হোসেন (৩৩)।
তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিএনপি নেতা হারুন মণ্ডলের অনুসারী ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা বলেন, সকাল থেকে প্রডেন্ট ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট স্থানান্তরের কাজ করছিলেন বিএনপি নেতা হারুন মণ্ডল।
দুপুরের পরে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর অনুসারী পরিচয়ে স্থানীয় ক্যাডার আলমগীর হোসেন, রিয়াদ মোল্লা, দেওয়ানসহ প্রায় ৩০ থেকে ৩৫জন লোক নিয়ে হামলা চালায়।
“তখন তারা দুইটি গুলি ও চারটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়। পরে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”
অপর পক্ষের বিএনপি অনুসারী আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, “আমাদের নামে কারখানার সঙ্গে চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে মালামাল বের করার কাজ করতে যাই। কিন্ত এর আগে থেকে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া দিলে আমরা পালিয়ে যাই। পরে শুনতে পারি আমরাই নাকি গুলি ছুড়েছি।”
আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। সন্দেহজনকভাবে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।”
এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া অস্ত্র উদ্ধার ও জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।