লালমনিরহাটের কালীগঞ্জে এ ঘটনায় আহত হয়েছে নিহতের মা-বাবা।
Published : 06 Dec 2024, 11:42 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নসিমনের চাকায় পিষ্ট হয়ে চার বছরের এক শিশুর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন তার মা-বাবা।
শুক্রবার বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়া টারী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।
নিহত তিথী রানী ওই এলাকার বিষ্ণু রায়ের মেয়ে।
ওসি সেলিম মালিক জানান, বিষ্ণু রায় তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ইজিবাইক চালিয়ে বাড়ির পাশে রাস্তা থেকে লালমনিরহাট-চাঁপারহাট আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় চাঁপারহাটগামী একটি নসিমন তাদের ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে তিথি সড়কে ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার বাবা-মা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ; তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান ওসি সেলিম মালিক।