সম্পর্কের দ্বন্দে রবিউল ২০০৯ সালের ৬ এপ্রিল রাত কৌশলে শাহিদাকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
Published : 13 Dec 2023, 11:48 AM
চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় নারী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গিয়াস উদ্দিন জানান।
দণ্ডিত রবিউল ইসলামকে (৪৬) ওই উপজেলার কলাবাড়ি গ্রামের বাসিন্দা।
এপিপি বলেন, ওই এলাকার শাহিদা বেগমের সঙ্গে রবিউলের সম্পর্ক ছিল। সম্পর্কের দ্বন্দে রবিউল ২০০৯ সালের ৬ এপ্রিল রাত কৌশলে শাহিদাকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
তিনি আরও বলেন, পরদিন নিহতের ভাই থানায় একটি হত্যা মামলা করেন। ১১ জন সাক্ষ্য গ্রহণ শেষ আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি রবিউলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনসজীবী।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]