পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে।
Published : 12 Jun 2024, 09:00 PM
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ইটের বস্তা দিয়ে বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ৷
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ফতুল্লার ডিক্রিরচর এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহজালাল জানান৷
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছরের ঊর্ধ্বে হবে বলে ধারণা পুলিশের৷
পরিদর্শক শাহজালাল বলেন, “মরদেহটির উভয় পাশে ইটের বস্তা বাঁধা ছিল৷ মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে, তার মৃত্যু অন্তত ৬-৭ দিন আগে হয়েছে। মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে৷”
ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা এই নৌ পুলিশ কর্মকর্তার।
শাহজালাল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখের অংশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি৷
তবে প্রযুক্তির মাধ্যমে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।