সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
Published : 09 Apr 2025, 05:04 PM
ঢাকায় কর্মরত এক সাংবাদিকের সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরঘাটিনা গ্রামে পৈত্রিক জমির মাটি ভেকু দিয়ে কেটে বিক্রির অভিযোগে জেলা ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পাভেল মিয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উল্লাপাড়ার চরঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সইয়ে পাভেলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হল। পাশাপাশি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ঢাকায় কর্মরত সাংবাদিক রাহিদ রনি ছাত্রদল নেতা পাভেল মিয়ার বিরুদ্ধে তার পৈত্রিক জমি থেকে ভেকু মেশিন দিয়ে প্রায় ৬ ফুট গর্ত করে ৩ লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ করেন।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এতে ওই সাংবাদিককে ছাত্রদল কেন্দ্রীয় ও জেলা কমিটির কাছে বিচার ও শাস্তি দাবি করতে শোনা যায়।