সংঘর্ষ চলাকালে আট জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 17 Jul 2024, 01:54 AM
সিরাজগঞ্জ শহরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এসময় চার পুলিশ সদস্য এবং অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে আট জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি সিরাজুল ইসলাম।
অপরদিকে, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করতে চাইলেও পুলিশ গেইটের সামনে অবস্থান নেওয়ায় তারা বাইরে বের হতে পারেনি।
তবে উল্লাপাড়ায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী সৈকত ও নাবিল জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধীরে ধীরে সংঘর্ষ এসবি ফজলুল হক রোড, ইসলামিয়া কলেজ রোড, স্টেডিয়াম রোড ও সদর হাসপাতাল রোড এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিযন্ত্রণ করেন।
আহতদের মধ্যে পুলিশের রাবার বুলেটে বিদ্ধ দুই শিক্ষার্থী জিসান (১৯) ও সিয়ামকে (১৯) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে নাবিল, সৈকত, নয়ন ও ইমনসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস. এম কামাল, ডিবি পুলিশের উপ-পরিদর্শক সৌমিক হাসান ও ডিএসবির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। এদের মধ্যে সৌমিক হাসানের মাথায় ৫-৬টি সেলাই দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করুক। ছাত্র-ছাত্রীদের বোঝানোর পর তারা সবাই আমাদের সাথে কো-অপারেট করেছে।
“কিন্তু বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে এসে পুলিশের ওপর হামলা শুরু করায় সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে টিয়ালশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।”
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা পুলিশের ওপর বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।