“ট্রাকের ওপরে থাকা ছয় শ্রমিকের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।”
Published : 23 Aug 2024, 04:46 PM
চাঁপাইনবাবগঞ্জে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে গেছে। এতে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের হেরাশ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৫) ও ইদ্রিস আলীর ছেলে ফানু আলী (৫০)।
ওসি সাজ্জাদ বলেন, “সকালে শাহবাজপুরের পিরোজপুর এলাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বারিকবাজার যাওয়ার পথে সোনাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ছয় শ্রমিকের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।
“পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে। আর নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।”
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায় জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।