পাংশায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
Published : 05 Mar 2025, 12:21 PM
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক আইনজীবীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক আরোহী।
মঙ্গলবার বিকালে উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পাংশা হাইওয়ে থানার ওসি হারুণ অর রশিদ।
নিহত জুয়েল মণ্ডল (৩২) পাংশা উপজেলার কুড়িপাড়া এলাকার নাজিমউদ্দিন মণ্ডলের ছেলে। আহত রেজাউল (৩০) কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি হারুণ অর রশিদ বলেন, বিকালে শিক্ষানবিশ আইনজীবী জুয়েল ও রেজাউল মোটরসাইকেলে করে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনার পরপর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।