ফরিদপুরের শ্রমিক কলোনিতে আগুন, পুড়ল ১৬টি কক্ষ

কক্ষগুলো পাটকলের শ্রমিকরা ভাড়া নিয়ে বসবাস করায় তা স্থানীয়দের কাছে শ্রমিক কলোনি নামে পরিচিত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 04:19 AM
Updated : 18 Nov 2023, 04:19 AM

ফরিদপুর সদর উপজেলার পাটকলের ‘শ্রমিক কলোনি’তে আগুন লেগে ১৬টি কক্ষ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কানাইপুর মালাঙ্গা গ্রামের করিম জুট মিলের ঠিক উল্টো পাশের শ্রমিক কলোনিতে এই অগ্নিকাণ্ডে ঘটে বলে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করিম জুট মিলের কাছে জুলফিকার মিনু মোল্যা ও জাহিদ মোল্যার লম্বা দুটি ঘরে ১৬টি কক্ষ আছে।

কক্ষগুলো পাটকলের শ্রমিকরা ভাড়া নিয়ে বসবাস করায় তা স্থানীয়দের কাছে শ্রমিক কলোনি নামে পরিচিত। শুক্রবার সন্ধ্যায় সেখানে আগুন লাগলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে।

সুভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা বিদ্যুতের মিটার থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে জানালেও ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।