৫ মার্চ মেয়েকে ধর্ষণের মামলা করেন; আর ১১ মার্চ বাড়ির পেছন থেকে বাদীর লাশ উদ্ধার করে পুলিশ।
Published : 17 Mar 2025, 07:01 PM
বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার এক সপ্তাহের মাথায় বাবার লাশ পাওয়া গিয়েছিল বাড়ির পেছনেই। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পরিবারটি আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
হিন্দু সম্প্রদায়ের সেই পরিবারটির পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার এক লাখ টাকা নিহতের স্ত্রীর হাতে তুলে দেন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
এ সময় তিনি বলেন, “আমরা আপনাদের পাশে থাকব। শক্তভাবেই থাকব। ঢাকা থেকে আসার আগে পুলিশ সুপার ও ওসির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, পুলিশ শক্ত ভূমিকা পালন করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।”
মেয়েকে 'ধর্ষণ', বাবাকে 'হত্যা': পরিবারের পাশে থাকার আশ্বাস তারেকের
মেয়েকে ধর্ষণের মামলা করার এক সপ্তাহের মাথায় বাবার লাশ
এর আগে শনিবার বিকালে তারেক রহমান পরিবারটির সঙ্গে মোবাইলে কথা বলে সহায়তা ও পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।
এদিকে দুপুরে নিহতের বাড়ি গিয়ে পরিবারকে মাসিক সহায়তার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, “এই পরিবারের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। শিশুর সঙ্গে পশুরা যে আচরণ করেছে এটা লজ্জাজনক। পরিবারের ছোট্ট শিশুটির বয়স আড়াই মাস। যতক্ষণ পর্যন্ত ১৮ বছর না হয় প্রতি মাসে আমরা তাদের পাশে আছি। এদের পড়ালেখার খরচসহ একটা সাধারণ পরিবারের মাসের যে পরিমাণ খরচ দরকার আমরা সেটা ব্যবস্থা করব।”