র্যাবের ধারণা, নাশকতার উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র ও হাতবোমা মজুদ করা হয়েছিল।
Published : 31 Dec 2023, 01:43 PM
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলি ও ১৩টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব। পরে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে খুলনা র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র্যাব অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছে। তার অংশ হিসেবে খবর পেয়ে শনিবার রাতে ওই উপজেলার নওয়াপাড়া পানবাজার এলাকা অভিযান চালানো হয়।
পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও হাতবোমা ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র ও হাতবোমা মজুদ করা হয়েছিল।
লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবির বলেন, “উদ্ধার হওয়া হাতবোমাগুলো শক্তিশালী, এগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই হাতবোমাগুলো বিশেষজ্ঞ দল দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”
যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও হাতবোমা মজুদ করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।