কোনো নেতার পক্ষে-বিপক্ষে স্লোগান না দেওয়ার অনুরোধ জানিয়েও থামানো যায়নি।
Published : 24 Feb 2025, 06:48 PM
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির এক জনসভার মঞ্চে নাম ঘোষণার পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান ওঠে দলের এক নেতার বিরুদ্ধে। এ সময় বারবার অনুরোধ করেও ‘বিরূপ মন্তব্য’ থামানো যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সোমবার দুপুরে ৩১ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার নামে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।
পরে ওই নেতা মাইক হাতে নিয়ে বললেন, “আমার নাম বললেই ভুয়া ভুয়া বলা হচ্ছে। আমি কি এতই পচে গেছি?”
এর আগে দুপুর সোয়া ২টার দিকে পৌর মুক্তমঞ্চে সমাবেশ শুরু হয়। তবে বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।
স্থানীয় বেশি কয়েকজন নেতাকর্মীর দাবি, জেলা বিএনপি মূলত দুইভাগে বিভক্ত। একদিকে দলের কেন্দ্রীয় অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, অন্যদিকে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।
সোমবার সমাবেশ শুরুর আগে দুই নেতার পক্ষেই স্লোগান দিয়ে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন নেতাকর্মীরা।
দুপুর সোয়া ২টায় সমাবেশ শুরু হলে কেউ কেউ খালেদ হোসেন, কেউ কেউ কবীর আহমেদের নামে স্লোগান দিতে থাকেন। এ নিয়ে হট্টগোল দেখা দেয়।
এ সময় কোনো নেতার পক্ষে বা বিপক্ষে স্লোগান না দেওয়ার জন্য মাইকে অনুরোধ জানানো হয়। তবে এতেও কোনো কাজ হয়নি। কবীর আহমেদের নাম বলার সঙ্গে সঙ্গে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু হয়।
বিব্রত হয়ে বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল মাইক হাতে বলেন, “কারো নামে স্লোগানের দরকার নাই। আমি ও কবীরের মধ্যে কোনো বিভেদ নাই।”
কবীর আহমেদ বলেন, “আমার নাম নিলেই ‘ভুয়া ভুয়া’ বলা হচ্ছে। অথচ শ্যামল ভাই বক্তব্য দিলে হচ্ছে না। আমি আমার নেতাকর্মীদের এমন শিক্ষা দেইনি। কারো নাম নিলে বিরূপ মন্তব্য করাটা হীনমন্যতার পরিচয় দেয়।”
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতারা ছিলেন।